হায়দার আলী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলীকে ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটরের দায়িত্ব দেয়া হয়েছে। আইন, সংসদ ও বিচার বিভাগ থেকে গত ১৩ এপ্রিল অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলীকে এ দায়িত্ব দেয়া হয়। আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাহিনুদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। গোলাম আরিফ টিপু দেশে না আসা পর্যন্ত সৈয়দ হায়দার আলী এ দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান গোলাম আরিফ টিপু।
মন্তব্য চালু নেই