পোরশায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন ও উপজেলা পরিষদের মাসিক সভা
সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টার সময় তিনতলা বিশিষ্ট নব নির্মিত ভবনটির শুভ উদ্বোধন করেন নওগাঁ ৪৬-১ আসনের এম,পি বাবু সাধন চন্দ্র মজুমদার। সাথে ছিলেন, অত্র উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার উদ্দীন শামিম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মোফাজ্জেল হোসেন (মোল্লা), মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইউনুস আলী, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোসাব্বেরুল হক, উপজেলার সকল মুক্তিযোদ্ধাগন এবং উপজেলা আ‘লীগের সর্বস্তরের নেতাকর্মী বৃন্দ।
পরে উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাবু সাধন চন্দ্র মজুমদার এম,পি। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার উদ্দীন শামিম এর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
মন্তব্য চালু নেই