শিশু রাহাত হত্যায় ৩ জনের ফাঁসির আদেশ
শেরপুরের আলোচিত শিশু রাহাত অপহরণ ও হত্যা মামলায় তিন জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খান মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আবদুল লতিফ, রবিন মিয়া, আসলাম বাবু ও ইমরানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে ২১ মার্চ মামলাটির যুক্তিতর্ক শেষ হয়।
গত বছরের ২ আগস্ট দুপুরে শেরপুর শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৮) তার আপন খালু আবদুল লতিফ ও তার তিন বন্ধু অপহরণ করে মুক্তিপণ দাবি করে। অপহরণের ৬ দিন পর ৮ আগস্ট দুপুরে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক সংলগ্ন পাহাড় থেকে অপহৃত শিশু রাহাতের কঙ্কাল উদ্ধার করে পুলিশ।
মন্তব্য চালু নেই