নওগাঁয় বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি সহ অস্ত্র ব্যবসায়ী আটক

রুবাইত হাসান : নওগাঁর সাপাহারে এক বিশেষ অভিযান চালিয়ে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যারা ইউএস’র তৈরী ৭.৬৫ এম এম নামক একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি সহ দোস্ত মোহাম্মদ সেন্টু (৬৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার দুপুর ২.৩০ মিনিটে উপজেলার দিঘীরহাট আলীনগর এলাকা থেকে তাকে আটক করে। আটক সেন্টু উপজেলার কামাশপুর গ্রামের মৃত আবুল হোসেন এর পুত্র বলে জানা গেছে।র‌্যাব সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে সেন্টু নামের ওই ব্যক্তি পিস্তলটি নিয়ে দিঘীরহাট এলাকাদিয়ে গ্রামীন পথে হেঁটে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের মেজর আরাফাত সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে গ্রামীন মেঠো পথে একা যেতে দেখে র‌্যাব সদস্যরা তাকে আটক করে এবং তার দেহ তল্লাশী করে শরীরের মধ্যে বিশেষ কায়দায় রাখা একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব ক্যাম্পে নিয়ে যায়।এ রিপোর্ট লেখা পর্যন্ত সাপাহার থানায় তাকে সোপর্দ করে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের মেজর আরাফাত জানান।



মন্তব্য চালু নেই