আত্রাইয়ে ৯৬ বোতল এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে উপজেলার সুদরানা বটতলী এলাকা থেকে ৯৬ বোতল এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী আব্দুস ছালাম (৩৫) নামে একজনকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। আটককৃত ছালাম আত্রাই উপজেলার পারগুড়লই গ্রামের মোঃ আক্কাছ আলীর ছেলে।

আত্রাই থানার তদন্ত ওসি শামসুল আলম জানান, গত সোমবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে নাটোর থেকে উপজেলার সুদরানা বটতলী বাজার এলাকা নামক স্থানে ১ জন ভ্যানে বিপুল পরিমান চোলাইমদসহ প্রবেশ করছে এমন তথ্যের গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা ওসি (তদন্ত) শামসুল আলম ও এস আই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে একটি সাদা বস্তাায় ভর্তি ৯৬ বোতল এ্যালকোহলসহ আব্দুস ছালামকে আটক করা হয়। আটককৃত আব্দুস ছালাম দীর্ঘ দিন থেকে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল।

আব্দুস ছালামের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং তাকে গতকাল মঙ্গলবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য চালু নেই