মীর কাশেমের মামলায় রাষ্ট্রপক্ষের ‘গাফিলতি’ খতিয়ে দেখা হবে
মানবতা বিরোধী অপরাধে দন্ডিত জামায়াত নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে রাষ্ট্রপক্ষের গাফিলতি থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
মামলার শুনানির বিষয়ে প্রধান বিচারপতির মন্তব্য নিয়ে তার কাছে জানতে চাওয়া হলে শনিবার ঢাকা চেম্বার অব কর্মার্স আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘আশা করছি প্রধান বিচারপতি বিষয়টি পয়েন্ট আউট করে অবশ্যই অবশ্যই জানাবেন। আর তা না হলে আমরা প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া যায় তা দেখব।’
প্রসঙ্গত মীর কসেম আলীর আপিল মামলা শুনানির সময়ে প্রধান বিচারপতি বলেছিলেন, ‘রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং তদন্ত সংস্থা যে গাফিলতি করেছে এজন্য তাদের কাঠগড়ায় দাঁড় করানো উচিৎ।’
এদিকে মীর কাশেম আলীর মামলা সম্পর্কিত সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে চাই না।’
মন্তব্য চালু নেই