স্বর্ণ ছিনতাই মামলায় এসআই রিমান্ডে

সোনা ছিনতাই-চেষ্টার মামলায় রাজধানীর বনানী থানার উপপরিদর্শকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আদালত। এ ঘটনায় আরও দুজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দেয়া হয়।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন।

এসআই আশরাফুল ইসলাম ও সোর্স আবদুর রাজ্জাককে তিন দিন এবং সোনা বহনকারী রেজাউল কবিরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড দেয়া হয়।

এর আগে আসামিদের আদালতে হাজির করে বংশাল থানার পুলিশ প্রত্যেক মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে বিচারক ওই আদেশ দেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত সোমবার রাতে তাঁতীবাজার থেকে রেজাউল কবির প্রায় ৯০০ গ্রাম সোনা নিয়ে যশোরে যাচ্ছিলেন। তিনি ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের একটি হোটেলের সামনে গেলে এসআই আশরাফুল তার সোর্স আব্দুর রাজ্জাককে নিয়ে কবিরের গতিরোধ করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এসআই ও সোর্সকে ধরে বংশাল থানার পুলিশের কাছে সোপর্দ করে।



মন্তব্য চালু নেই