নেত্রকোনায় প্রবীণদের সাস্কৃতিক উৎসব

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা জেলার সদর উপজেলায় ইউরোপিয়ন ইউনিয়ন এর অর্থায়নে, হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা বারসিক‘র আয়োজনে প্রবীণ অধিকার সুরক্ষায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রবীণবান্ধব র‌্যালী, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও খেলাধুলা অনুষ্ঠিত হয় রবিবার।

এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা কার্যকরী কমিটির আহবায়ক অব: শিক্ষক নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও যুগ্নসচিব ড. তরুন কান্তি শিকদার, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান, অব: অধ্যাপক মতিন্দ্র সরকার, ক্যাপ্টেন কামাল আজাদ, জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিকুল ইসলাম আপেল, জেলা বাউল সমিতির সভাপতি বাউল আব্দুল হেলিম প্রমুখ।

সকালে বর্ন্যাঢ্যর‌্যালী শেষে অনুষ্ঠান উদ্ভোধন করেন জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক জনাব ছায়েদুর রহমান। সভায় মুল বক্তব্য উপস্থাপন করেন ‘বারসিক’ জেলা সম্বন্নয়কারী ইছাক উদ্দিন।

প্রধান অতিথি বলেন, প্রবীণদের দারিদ্র্য, বৈষম্য ও নানাবিধ বাঁধা বিপত্তি পার করে তাদের অধিকার অর্জনে নিজ পরিবার থেকেই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। প্রবীণদের নিরাপদ জীবনযাপন তথা ‘‘জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ এর ব্যাবহারে স্থানীয় সরকার এর ভুমিকা সহ এ ধরনের কাজে কিভাবে প্রবীণদের সহযোগিতা করতে পারি, সে দিক লক্ষ্য রেখে নবীণ প্রবীণদের এক হয়ে কাজ করতে হবে। বিশ্ব ভালোবাসা দিবসে এই হউক আমাদের সকলের অঙ্গীকার।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান, প্রোগ্রাম অফিসার শংকর ¤্রং, মো: আলমগীর, হেপি রায়, রুকসানা রুমী। সাংস্কৃতিক প্রচারাভিযানে নির্বাচিত ৮টি সাংস্কৃতিকদল প্রবীণ অধিকার সুরক্ষায় তাঁদের বিভিন্ন প্রচারনা তুলে ধরেন। সাস্কৃতিক উৎসবে নেত্রকোনা ডায়াবেটিক সমিতি, মহিলা উন্নয়ন পরিষদ ও বারসিক প্রবীণদের স্বাস্থ্য বিষয়ক ৩টি ষ্টলে বিনামুল্যে চিকিৎসা সেবা ও প্রবীণবান্ধব বিভিন্ন ষ্টিকার প্রদান করেন।

আগামী ২৪ফেব্রুয়ারী দুর্গাপুর উপজেলায় স্থানীয় শহীদ মিনার মাঠে এ ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 



মন্তব্য চালু নেই