আত্রাইয়ে মাদকসহ গ্রেফতার-২

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ দুইজন কে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এস আই মহসীন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার জামগ্রাম গ্রামে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেন।

আটককৃত ব্যক্তি উপজেলার জামগ্রাম গ্রামের মৃত হুরমুত আলীর পূত্র মোঃ বেলাল উদ্দিন প্রাং (৪৮) এবং একই গ্রামের মোঃ শুকবর আলীর পূত্র মোঃ মনজিল (৩০)।

এ সময় বেলাল উদ্দিনের কাছ থেকে ১০২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরী জানান, গ্রেফতারকৃত বেলাল উদ্দিন এলাকায় দীর্ঘ দিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছিল ।

এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং গত শুক্রবার তাদের নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে।



মন্তব্য চালু নেই