মাটি খুঁড়ে মিলল প্রাচীন পিলার

লক্ষ্মীপুরে মাটি খুঁড়তে গিয়ে প্রাচীন পিলারের সন্ধান মিলেছে। উদ্ধার হওয়া প্রাচীন পিলার ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সবাই বলছে এটি ম্যাগনেট পিলার।

শনিবার সকালে জেলা সদরের গেঞ্জি হাটা রোডের একটি দোকান ভবন নির্মাণের মাটি কাটার সময় শ্রমিকরা প্রাচীন পিলারটি দেখতে পান। পরে ম্যাগনেট পিলার পাওয়া গেছে- এমন খবর ছড়িয়ে পড়লে দূরদূরান্ত থেকে লোকজন পিলারটি দেখার জন্য ভিড় জমান। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের জানান, সকালে দোকানের মাটি খুঁড়তে গিয়ে প্রাচীন পিলারটি উদ্ধার করা হয়। এটি ম্যাগনেট পিলার কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।



মন্তব্য চালু নেই