কাউন্সিলর প্রার্থীকে পেটালেন প্রতিদ্বন্দ্বীর ছেলে

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর প্রদীপ মজুমদারকে পিটিয়ে আহত করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ছেলেসহ সমর্থকরা।

সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য প্রদীপ মজুমদারকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে রোববার রাতে গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে পৌরসভার কিল্লারপাড়া এলাকায় তিনি হামলার শিকার হলে তাকে ভর্তি করা হয়েছিল রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তার হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন প্রদীপ মজুমদার জানান, ঘটনার সময় গণসংযোগ শেষে বাড়ি ফেরার সময় পথে হঠাৎ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জয়নাল আবদীনের ছেলে দিদারসহ কয়েকজন সমর্থক তার গতিরোধ করেন। এ সময় তারা তাকে পিটিয়ে গুরুতর আহত করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সোমবার দুপুরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জয়নাল আবদীন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ঘটনায় আমার ছেলে বা কর্মী-সমর্থক কেউই জড়িত নয়। উত্তেজিত জনতার সঙ্গে প্রদীপ মজুমদারের হাতাহাতি হয়েছে বলে শুনেছি।’

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।



মন্তব্য চালু নেই