সুদের হারে পার্থক্য ৯ শতাংশ

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) দশ‌মিক শূন্য ১ শতাংশ সু‌দে সরকার‌কে শিল্প ঋণ‌ দি‌লেও, বাংলা‌দেশ ব্যাংক ও অন্যান্য সংস্থাগু‌লো এর ওপর সুদ আরোপ করায় শিল্পদ্যোক্তারা ১০শতাংশ সু‌দে ঋণ পাচ্ছেন ব‌লে অভি‌যোগ করেছেন তৈ‌রি পোশাক শিল্প মা‌লিকরা।

শ‌নিবার রাজধানীর ডেইলি স্টার ভবনে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বি‌জিএমইএ ও ডেইলি স্টার আ‌য়ো‌জিত গোল‌টে‌বিল বৈঠকে মা‌লিকপ‌ক্ষের নেতারা এ অভি‌যোগ করেন।
এতে করে ঋণ দেওয়ার উদ্দেশ্য ব্যাহত হ‌চ্ছে ব‌লে ম‌নে কর‌ছেন তারা। পোশাক শিল্প মালিকদের ম‌তে, পৃ‌থিবীর অনেক দে‌শে সুদের হার ১ শতাংশ হ‌লেও আমা‌দের দে‌শে তফ‌সি‌লি ব্যাংকগুলোর সু‌দের হার ১৫ থে‌কে ১৮ শতাংশ। ফ‌লে উদ্যোক্তারা ঋণের সুফল পা‌চ্ছেন না।



মন্তব্য চালু নেই