কলারোয়ায় পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তির উপর কর্মশালা
মঙ্গলবার দিন ব্যাপী কলারোয়ায় ফিড দ্য ফিউচার বাংলাদেশ কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ কর্মকান্ড এডব্লিউডি পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তির উপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আইএফডিসি’র সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় আর্পি প্রকল্প আইএফডিসি এডব্লিউডির কনসালটেন্ট সালেহ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান।
এছাড়া কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন, কলারোয়া উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী, সাতক্ষীরা সদরের মাধবকাটি ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার কিরন্ময় সরকার ও কলারোয়া উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আবির হোসেন প্রমুখ।
কর্মশালায় কলারোয়া পৌর সভার ১নং ওয়ার্ড তুলসীডাঙ্গা এলাকার সেচ প্রযুক্তি ব্যবসহারকারীদের নিয়ে অনুষ্ঠিত হয়।
মন্তব্য চালু নেই