নজিপুর পৌরসভা নির্বাচনে বেসরকারী ভাবে আঃলীগ প্রার্থী বিজয়ী

নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌরসভা নির্বাচনে গতকাল বুধবার বেসরকারী ভাবে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী রেজাউল কবির চৌধুরী বাবু বি.এন.পি সমর্থীত প্রার্থী আনোয়ার হোসেনকে ৪১৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল কবির চৌধুরী বাবু পেয়েছেন ৬২৪৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী বি.এন.পি সমর্থীত প্রার্থী নজিপুর পৌর বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে ৫৮৩২ ভোট পেয়েছেন।

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে- আবুল কালাম আজাদ, ২নং ওয়ার্ডে- অরুন পাল, ৩নং ওয়ার্ডে- আব্দুল মজিদ, ৪নং ওয়ার্ডে- যুগল চন্দ্র সাহা, ৫নং ওয়ার্ডে- আমজাদ হোসেন, ৬নং ওয়ার্ডে- আপেল মাহমুদ, ৭নং ওয়ার্ডে- ওবায়দুল ইসলাম নান্টু, ৮নং ওয়ার্ডে- বাচ্চু সাহা, ৯নং ওয়ার্ডে- সুকুমার চন্দ্র।

এবং সংরক্ষিত মহিলা আসন ১,২,৩নং ওয়ার্ডে- কল্যানী রাণী ঘোষ, ৪,৫,৬নং ওয়ার্ডে- রাশিদা খাতুন, ৭,৮,৯নং ওয়ার্ডে- ফারজানা খাতুন বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। এবারে নজিপুর পৌরসভায় কাউন্সিলর পদে ৩৭ জন ও নারী (সংরক্ষিত) কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দিতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৮২৩ জন।

এর মধ্যে নারী ৭ হাজার ৪৫০ জন ও পুরুষ ভোটার ৭ হাজার ৩৭৩ জন। নজিপুর পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার হুমায়ন কবির জানান, বুধবার শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পৌর নির্বাচনকে শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনছার বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়।

পাশাপাশি র্যাব, বিজিবি ও ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক টহল দেয়। পৌরসভায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে শান্তি পূর্ণভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট চলাকালীন সময়ে পৌরসভার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।



মন্তব্য চালু নেই