থানা থেকে পালিয়েছে রিমান্ডের আসামি!
রাজধানীর পল্লবী থানা থেকে আতিকুর রহমান সূর্য নামে এক আসামি পালিয়ে গেছে। পাতিতাবৃত্তি সংক্রান্ত একটি মানবপাচার মামলায় রিমান্ডের আসামি সে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক জিল্লুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির বলেন, দুইদিনের রিমান্ডে বৃহস্পতিবার সূর্যকে জিজ্ঞাসাবাদ করতে থানা হেফাজতে নেয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন এসআই জিল্লুর রহমান খান। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে এসআই জিল্লুর আসামিকে বসিয়ে রেখে সম্ভবত বাথরুমে গিয়েছিলেন। এই ফাঁকে সে পালিয়ে যায় ।
তিনি আরও জানান, এসআই জিল্লুর ৭-৮ বছর ধরে এই থানায় কর্মরত। তিনি খ্বুই অভিজ্ঞ কর্মকর্তা। তার হেফাজতে থাকা অবস্থায় আসামি কিভাবে পালিয়ে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। এসআই জিল্লুরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এরই মধ্যে তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য চালু নেই