সংসদ উপনেতা সাজেদার স্বামীর ইন্তেকাল

সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাক বনানী কবরস্থানে দাফন করা হবে।

গত কয়েকদিন আগে গোলাম আকবরকে বঙ্গবন্ধু মেডিকেলের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফসাপোর্টে রাখা হয়েছিল।

পারিবারিক সূত্র জানায়, বাসার মেঝেতে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। পরে তাকে বিএসএমইউতে ভর্তি করা হয়।

বেশ কিছু দিন ধরে গোলাম আকবর চৌধুরী শ্বাসকষ্টসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর আগে তিনি ভারতে চিকিৎসা নিয়েছিলেন। এ ছাড়া দুই মাস আগে বিএসএমএমইউতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন তিনি।

এদিকে, সাজেদা চৌধুরীর স্বামীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড, শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, চিফ হুইপ আ স ম ফিরোজ প্রমুখ। তাঁর ইন্তেকালের খবর শুনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছুটে যান বঙ্গবন্ধু মেডিকেলে।



মন্তব্য চালু নেই