অ্যাডভোকেট শিশির মনিরের বাসায় পুলিশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের বাসায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির ৫ নম্বর রোডের ২৩৮ নম্বর বাসায় এ অভিযান চালায় পুলিশ। শিশির মনির নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে বিষয়টি অস্বীকার করেছেন তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার। তিনি বলেন, ‘এমন কোনো তথ্য আমার জানা নেই।’

জামায়াতের আকের আইনজীবী অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম বলেন, ‘সন্ধ্যার দিকে ডিবি পুলিশ অ্যাডভোকেট আসাদ উদ্দিনকে বাসায় যাওয়ার পথে গাড়ি থেকে নামিয়ে শিশির মনিরের বাসায় নিয়ে যায়।’

এদিকে গত মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের অন্যতম আইনজীবী তাজুল ইসলামকেও আটক করেছিল পুলিশ। কয়েক ঘণ্টা পরই তাকে ছেড়ে দেয়া হয়। তখন অবশ্য দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল ছিল। বাংলামেইল



মন্তব্য চালু নেই