‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিএনপির অবস্থান আরো দৃঢ় হবে’

বিএনপি সব সময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছিল- উল্লেখ করে ভবিষ্যতে এই অবস্থান আরো দৃঢ় হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘কোনো ভালো মানুষ সাম্প্রদায়িক হতে পারে না। কোনো ভালো মুসলিম, হিন্দু বা অন্য ধর্মের মানুষ সাম্প্রদায়িক হতে পারে না। যারা সাম্প্রদায়িক, তারা ভালো মানুষ হতে পারে না। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের অবস্থান। ভবিষ্যতে তা আরো দৃঢ় হবে।’

রাজধানীর শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরে বৃহস্পতিবার হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বিএনপি এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মন্দির পরিদর্শনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যোগ দেওয়া কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি বলে জানানো হয়।

নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি মনে-প্রাণে বিশ্বাস করে, দেশের সকল মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। এখানে অনন্তকাল মিলে-মিশে আমরা বসবাস করছি। এটি অসাম্প্রদায়িক সম্মীতির ঐতিহ্য।’

ঢাকেশ্বরী মন্দিরের ২০ বিঘা জমির মধ্যে ১৪ বিঘা বেদখল হয়ে গেছে বলে মন্দির কর্তৃপক্ষের দাবির প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি পূজা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে জানতে পারলাম, এই ঢাকেশ্বরী মন্দিরের ২০ বিঘা জমির আছে। এরমধ্য ১৪ বিঘা অন্যায়ভাবে দখল হয়ে গেছে। সরকারের কাছে আবেদন জানাব- বেহাত হওয়া জমি পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য।’

বিএনপি ক্ষমতায় গেলে ‘বেদখল হওয়া’ এই সম্পত্তি পুনরুদ্ধারে তার সরকারের কাছে দাবি জানানো হবে বলেও জানান দলটির এই শীর্ষ নেতা। এলাকার মুসলমান-হিন্দুসহ সব ধর্মের মানুষকে বেদখল হওয়া জমি পুনরুদ্ধারের জন্য সোচ্চার হওয়ারও আহ্বান জানান তিনি।

খুন-গুম করে যারা দেশকে অস্থির করে তুলেছে, তাদের বিরুদ্ধে দেবী দুর্গার কাছে আবেদন জানানোর জন্য হিন্দু ধর্মাবলম্বীদের আহ্বান জানান নজরুল ইসলাম। তিনি বলেন, ‘দেবী দুর্গার কাছে আবেদন জানান, দেশে যেন কোনো অশুর না থাকে। খুন-গুম করে যারা দেশকে অস্থির করে তুলেছে, তাদের বিরুদ্ধে দেবীর কাছে আবেদন করেন।’

এ সময় নজরুল ইসলাম খানের পাশে বিএনপির নেতা গৌতম চক্রবর্তী, জয়ন্ত কুমার কুন্ডু, স্থানীয় ওয়ার্ড কমিশনার রফিকুল ইসলাম, পূজা কমিটির আহ্বায়ক নারায়ণ ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই