রাণীনগরে দু’গ্রুপের সংর্ঘষে নিহত এক আহত ৫ ॥ আটক -২
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ দ্বন্দের জ্বের ধরে দু’গ্র“পের সংর্ঘষে হবিবর রহমান হবি (৫০) নামের এক ব্যাক্তি খুন হয়েছে। আহত হয়েছে ্অন্ততঃ ৫ জন। এঘটনায় থানা পুলিশ মামুন (৩২) ও মমিন (২৪) নামের দু’জন কে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর- কালীগঞ্জ রাস্তার কালী গঞ্জ বনমালিকুড়ি স্ট্যান্ডে ।
স্থানীয় সুত্র জানায়, ওইস্ট্যান্ডে সোমবার দুপুরে একটি ট্রাক ও অটোভ্যানের মধ্যে সাইড দেয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতন্ডা হয়। এরই সুত্র ধরে এবং অভ্যন্তরীণ দ্বন্দের জ্বের ধরে সন্ধ্যার পর দু’গ্র“পের মধ্যে সংর্ঘষ বাধে। এতে বনমালিকুড়ি গ্রামের মৃত লোকমান আলীর ছেলে হবিবর রহমান হবি গুরুত্বর ভাবে আহত হয় । এসময় তাকে বগুড়া হাসপাতালে নিলে তার মৃত ঘটে। সংর্ঘষে আহত হয় মমিন (২৪), মামুন (৩২), মিন্টু (২৮) ইয়াছিন আলী (৩২) ও পলাশ (৩২)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে থানাপুলিশ মামুন ও মমিন নামে দু’জনকে নওগাঁ হাসপাতালে আটক করেছেন।
ঘটনাস্থল পরিদর্শনকালে এএসপি (সার্কেল) কে.এল সরকার সাংবাদিকদের জানান, অভ্যন্তরীণ দ্বন্দের জ্বের ধরে ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে প্রকৃত পক্ষে কেন কি কারনে ঘটনাটি ঘটলো তদন্ত ছাড়া বিস্তারিত বলা যাবেনা। এরিপোর্ট লেখা পর্যন্ত বিকেল ৪টা নাগাদ মামলা দায়েরে প্রস্ততি চলছিল বলে রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ জানান।
মন্তব্য চালু নেই