পুলিশ কর্মকর্তাকে ধরে নিয়ে হত্যা
পাবনার পাকশীতে সুজাউল ইসলাম নামে পুলিশ কর্মকর্তা খুন হয়েছেন। তিনি পাকশী পুলিশ ফাঁড়ি ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
আজ সোমবার ভোরে পাকশী রেলওয়ে স্টেশনের পাশের একটি কলাগাবান থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।
পাকশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন সুজাউল ইসলাম। তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল। এরপর সোমবার ভোরে টহল পুলিশ পাকশী রেলওয় স্টেশনের পাশের একটি কলাগাবান থেকে হাত পা বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে।
মন্তব্য চালু নেই