মুজাহিদ-সাকা চৌধুরীর মৃত্যু পরোয়ানা জারি কাল
জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর বিরুদ্ধে আগামীকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনাল থেকে মৃত্যু পরোয়ানা জারি করা হবে।
আইন অনুসারে বিচারিক আদালত ট্রাইব্যুনালের তিন বিচারপতি মৃত্যু পরোয়ানা জারি করে কারাগার, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছে পাঠাবেন। এ পরোয়ানার ভিত্তিতে ফাঁসি কার্যকরে পরবর্তী প্রক্রিয়া শুরু করবে কারা কর্তৃপক্ষ।
এর আগে বিকেলে মুজাহিদের ১৯১ পৃষ্ঠার এবং সাকা চৌধুরীর ২১৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ।
এরপর দুজনের ফাঁসির পূর্ণাঙ্গ রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়।
বুধবার রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম রায়ের অনুলিপিসহ অন্য কাগজপত্র ট্রাইব্যুনালে পাঠান । আপিল বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. আবু তাহের ভূঁইয়াসহ কর্মকর্তারা সেগুলো নিয়ে যান।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শহীদুল আলম ঝিনুকের ব্যক্তিগত সহকারী জহিরুল ইসলাম জাহিদ সেগুলো গ্রহণ করেন।
মন্তব্য চালু নেই