তাজুল-রাঙ্গাকে প্রেসিডিয়াম পদ থেকে অব্যাহতি
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে তাজুল ইসলাম চৌধুরী ও মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বুধবার দুপুরে এরশাদের পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমানে তাজুল ইসলাম বিরোধীদলীয় চিফ হুইপ ও মসিউর রহমান রাঙ্গা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে এরশাদের ব্যক্তিগত সহকারী মেজর (অব.) খালেদ জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলের গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী তাজুল ইসলাম চৌধুরী ও মসিউর রহমান রাঙ্গাকে প্রেসিডিয়াম পদ থেকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান এরশাদ। সেই সঙ্গে রংপুর ও কুড়িগ্রাম জেলা কমিটিকে বিলুপ্ত করা হয়েছে। তবে দলে তাদের সদস্য পদ বহাল থাকবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর পিআরও আহসান করিম চৌধুরী জানান, অব্যাহতির খবর পাওয়ার পর বেলা ৩টায় মসিউর রহমান রাঙ্গা মন্ত্রণালয় থেকে বেরিয়ে যান। তবে তিনি কোথায় গেছেন তা কাউকে জানাননি।
উল্লেখ্য, তাজুল ইসলাম কুড়িগ্রাম থেকে নির্বাচিত হয়ে সংসদে আসেন। আর মসিউর রহমান রাঙ্গা রংপুুর থেকে (টেকনোক্র্যাট) প্রতিমন্ত্রী হয়ে মন্ত্রিপরিষদে জায়গা পান।
মন্তব্য চালু নেই