সাতক্ষীরায় পবিত্র ঈদুল আযহা উদযাপিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে শুক্রবার সারা দেশের ন্যায় সাতক্ষীরায়ও উদযাপিত হচ্ছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল- আযহা।

ত্যাগের মহিমায় চির ভাস্বর পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ধর্মপ্রান মুসলমানরা মহান আল্লাহর দরবারে দেশের অব্যাহত সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এছাড়া অন্তরের পশুত্বভাবকে কোরবানি ও নিজেদের পাপমুক্তি ও মহান আল্লাহর অশেষ রহমত কামনা করে ধর্মপ্রাণ মুসলমানরা এ উৎসবে প্রিয় পশু কোরবানি করা শুরু হয়েছে। ধনী-গরীব আতরাফ-আশরাফ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আদায় করেন ঈদের নামায। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণভবন ও বানিজ্যিক প্রতিষ্ঠানে আলোক সজ্জা করা হয়। ঈদের ময়দানে ধর্মপ্রাণ মুসলমানরা একে অপরের সাথে কোলাকুলি করেন। পরিবারের স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে দুর-দুরান্ত থেকে ছুটে আসেন অনেকেই। শৈশব স্মৃতি বিজড়িত চির চেনা গ্রামের মানুষের সাথে ঈদে মিলিত হতে পেরে বেজায় খুশি তারা।

এদিকে সাতক্ষীরায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয় শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এখানে ধর্মপ্রাণ মুসুল্লীদের সাথে ঈদের জামাতে শরীক হন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লস্কার তাজুল ইসলাম, সাতক্ষীরা পৌর মেয়র এম এ জলিল, সাজেক্রিসের সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন, কেন্দ্রীয় ঈদ কমিটির সাধারণ সম্পাদক শেখ নাজমুল হক বকুল প্রমুখ।

ঈদের জামাত পরিচালনা করেন পুরাতন কোট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জালালা উদ্দিন।

এছাড়া জেলা শহরের কামালনগর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭ টায়। সাতক্ষীরা কালেক্টরেট জামে মসজিদ ঈদগাহ সকাল সাড়ে ৭ টায়। সাতক্ষীরা আলিয়া মাদরাসা সকাল ৮টায়। সাতক্ষীরা স্টেডিয়াম ঈদগাহ ময়দান সকাল ৮টায়। সাতক্ষীরা পাওয়ার হাউজ জামে মসজিদ সকাল ৮টায়। সাতক্ষীরা থানা মসজিদ সকাল ৬টা ৪৫। পুরাতন সাতক্ষীরা ছয়আনি জামে মসজিদ সকাল ৯টায়। রসুলপুরে সরকারি গোরস্থান বাইতুল ফালাহ জামে মসজিদে ঈদ জামায়াত সকাল সাড়ে ৭ টায়। লস্কারপাড়া ঈদগাহ ময়দান সকাল ৭ টা ৪৫ মিনিট। সরকারি কলেজ মসজিদ ঈদগাহ সকাল ৮ টায়। মুন্সিপাড়া জামে মসজিদ ঈদগাহ সকাল ৮ টায়। শহর আহলে হাদীস আব্দুর রাজ্জাক পার্কে সাড়ে ৭ টায়। পুরাতন সাতক্ষীরা বায়তুন নুর জামে মসজিদ ঈদগাহ সকাল ৮টায়। শহর জমঈয়তে আহলে হাদীস পিএন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সকাল সাড়ে ৭ টায়। পলাশপোল গুড়পুকুর ঈদগাহ ময়দান ৭টা ৩০। রামচন্দ্রপুর ঈদগাহ সকাল সাড়ে ৮ টায়। ওয়াপদা ঈদগাম ময়দানে ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

এছাড়াও জেলার কলারোয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল ৮ টা ৩০ মিনিট। কলারোয় উপজেলা ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়। কালিগঞ্জ বাজার গ্রাম ঈদগাহ সকাল ৮ টায়। কালিগঞ্জ কুশুলিয়ার কালিযোগা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭ টায়। কালিগঞ্জের বন্দকাটি মোড়লবাড়ি ঈদগাহ ময়দান ৮টায়। নলতা শরীফ জামে মসজিদ সকাল সাড়ে ৮টায়। খুব্লীপুর কেন্দ্রীয় ঈদগাহ ৮ টায়। মোকন্দ মধুপুর পারুলগাছা ঈদগাহ ময়দান সাড়ে ৮টায়।শ্যামনগর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৯টায়। তালা উপজেলা জামে মসজিদে ৭ টা ৪০ মিনিটে। আশাশুনি উপজেলা ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আইনশৃংখলা রক্ষা বাহিনী পুরো জেলাব্যাপী কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ।



মন্তব্য চালু নেই