রাণীনগরে কৃষকের ৩টি গরু চুরি
নওগাঁর রাণীনগরে গোয়াল ঘড় থেকে কৃষকের ৩ টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিনগত রাতে উপজেলার রঞ্জনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গরুর মালিক আসলাম হোসেন জানান, রাতে গোয়াল ঘরের শিখল ভেঙ্গে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি গাভী চুরি করে নিয়ে যায়। ওই রাতেই একই গ্রামের জাহিদুল ইসলামের প্রায় ৭০ হাজার টাকা মূল্যের দু’টি বোকনা গরু চুরি করে নিয়ে যায়।
এ নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে। এব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ খাঁন জানান, অভিযোগ পেলে তদস্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য চালু নেই