৫ দিনের রিমান্ডে “আরাকান আর্মির সদস্যরা”

রাঙামাটির রাজস্থলিতে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সদস্য সন্দেহে আটক তিনজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার রিমান্ড আবেদনের শুনানি শেষে রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে শনিবার বিকেলে আটকদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

আটক দুই সদস্য হলেন, অং নং ইয়ং রাখাইন (২৫) এবং রহস্যময় বাড়ির দুই কেয়ারটেকারে মং চু অং (৩৯) এবং যুশো অং মারমার (৪২)।

শনিবার সকালে এ তিন জনসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুল্লাহ সরকার।

গত বুধবার আরাকান আর্মির সদস্য সন্দেহে অং নংকে তাইতংপাড়া কলেজরোডে সুরম্য একটি বাড়ি থেকে দু’টি ঘোড়া, তিনটি মোটরসাইকেল, তিনটি ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, হ্যান্ডিক্যাম, আরাকান আর্মির তিনসেট পোশাকসহ আটক করে যৌথবাহিনী।

এরপর একই উপজেলার মব্বই পুনর্বাসন পাড়া থেকে শুক্রবার সন্ধ্যায় আটক করা হয় ওই বাড়ির দুই কেয়ারটেকারকে। বাড়ির মালিক থাইল্যান্ড প্রবাসী হওয়ায় তাকে আটক করা যায়নি।



মন্তব্য চালু নেই