কলারোয়ায় কলেজ ক্যাম্পাসে ইভটিজিং, দুই যুবকের কারাদন্ড
সাতক্ষীরার কলারোয়ায় শেখ আমানুল্লাহ কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে ইভটিজিং-এর অভিযোগে দুই বখাটে যুবককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। দন্ড প্রাপ্তরা হলো- পৌর সদরের তুলশিডাঙ্গা গ্রামের আব্দুল বারিক গাজীর ছেলে শামিম হোসেন (২১) ও উপজেলার জালালাবাদ গ্রামের সৈকত আলীর ছেলে শামিম রেজা (২২)।
সূত্র জানায়, ওই যুবক কলেজ ক্যাম্পাসে ঢুকে মেয়েদের কমনরুমের সামনে এইচএসসি ২য় বর্ষের এক ছাত্রীকে উত্যক্ত ও বইয়ের ব্যাগ ধরে টানাটানি করে।
এসময় ছাত্রীর চিৎকারে তার সহপাঠীরা এগিয়ে এসে বখাটে ওই দুই যুবককে আটক করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগমকে জানায়।
খবর পেয়ে কলারোয়া থানার একদল পুলিশ সেখানে গিয়ে দুই যুবককে আটক করে।
পরে সেখানে তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক দুই যুবককে ৭দিন করে কারাদন্ড প্রদাণ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম, অধ্যাপক মফিজুল ইসলাম, অধ্যাপক শেখ জাভিদ হাসান, আলমগীর কবির, থানার এসআই হিমেল হোসেন, সাংবাদিক জুলফিকার আলী, উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চ সহকারী বেনজির আহম্মেদ প্রমুখ।
মন্তব্য চালু নেই