র‌্যাবের বিরুদ্ধে হত্যা মামলা আমলে নিয়েছে আদালত

কথিত বন্দুকযুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানার ছাত্রলীগ সভাপতি আরজু নিহতের ঘটনায় র‌্যাবের বিরুদ্ধে হত্যা মামলা আমলে নিয়েছে আদালত। র‌্যাবের তিন কর্মকর্তাসহ চার জনের বিরুদ্ধে অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশও দেয়া হয়েছে।

পিটিয়ে কিশোর রাজাকে হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ ছিলেন আরজু। র‌্যাবের দাবি, ১৮ আগস্ট আরজু মিয়াকে নিয়ে র‌্যাব-২ এর একটি টহলদল অভিযানে যাচ্ছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত আরজু মিয়াকে ছিনিয়ে নিতে চাইলে র‌্যাবের সঙ্গে তাঁদের গোলাগুলি হয়। একপর্যায়ে আরজু মিয়া নিহত হন।

১৭ আগস্ট হাজারীবাগের গণকটুলীতে রাজা মিয়া নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়।

এলাকাবাসী ও স্বজনদের অভিযোগ, মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগে ওই কিশোরকে পিটিয়ে হত্যা করে হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া ও তাঁর সহযোগীরা।



মন্তব্য চালু নেই