মিয়ানমার থেকে আজ ফিরছে আরো ১২৫ বাংলাদেশি

মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসী প্রত্যাশীদের মধ্যে পঞ্চম দফায় আরো ১২৫ বাংলাদেশিকে আজ মঙ্গলবার ফেরত আনা হচ্ছে। দুপুর ২টায় নাগাদ পতাকা বৈঠক শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম জানান, মিয়ানমারের অভিবাসন বিভাগের সঙ্গে ২৫ আগস্ট পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। পতাকা বৈঠক শেষে শনাক্ত হওয়া বাংলাদেশি ১২৫ জনকে ফেরত আনা হবে। এতে বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও একজন ডাক্তারসহ ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারে রওনা দেবেন। সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টের বিপরীতে মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল ও মিয়ানমার অভিবাসন বিভাগের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে শনাক্ত হওয়া বাংলাদেশিদের ফেরত আনা হবে।

এর আগে ৮ ও ১৯ জুন, ২২ জুলাই ও ১০ আগস্ট ৪ দফায় শনাক্ত হওয়া ৫০১ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। গত ২১ মে ২০৮ জন ও ২৯ মে ৭২৭ জন অভিবাসী প্রত্যাশীকে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার করেছিল দেশটির দেশের নৌবাহিনী।



মন্তব্য চালু নেই