গাইবান্ধায় দুই হাজার আটশ পিস ইয়াবা ও সাংবাদিকসহ আটক ৩
গাইবান্ধায় ২৮৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও তার সহযোগী দুই সাংবাদিককে আটক করেছে র্যাব-১৩ সদস্যরা।
আজ দুপুরে র্যাব -১৩ গাইবান্ধা ক্যাম্পে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন-গাইবান্ধা জেলা সদরের মধ্য ধানঘড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আল আমিন (৩৮),গাইবান্ধা শহরের থানা পাড়ার আব্দুল আজিজের ছেলে সাংবাদিক গোলাম রব্বানী মুছা (৪৩) গোলাম রব্বানী মূসা সাপ্তাহিক প্রতিপক্ষ পত্রিকার জেলা প্রতিনিধি এবং শহরের কলেজ রোডের রাজেন্দ্র নারায়ণ বর্মনের ছেলে সাংবাদিক রজত বর্মন । তিনি স্থানীয় সাপ্তাহিক চলমান জবাব পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলাদেশ সময়ের প্রতিনিধি ।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক আশরাফ হোসেন ছিদ্দিক জানান, গোপন সংবাদ পেয়ে সোমবার দিনগত রাত পৌনে ৯টার দিকে মধ্য ধানঘড়া গ্রামের মাদক ব্যবসায়ী আল-আমিনের বাড়িতে অভিযান চালানো হয় ।
এ সময় ২৮৮০ পিস ইয়াবাসহ আল আমিন ও তার দুই সহযোগীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার দাম ১৪ লাখ ৪০ হাজার টাকা ।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্র¯তুতি চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
মন্তব্য চালু নেই