ব্লগার নিলয় হত্যায় ৪ জনের বিরুদ্ধে মামলা
জধানীর খিলগাঁওয়ের বাসায় প্রবেশ করে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়কে হত্যার ঘটনায় অজ্ঞাত চার জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন তার স্ত্রী আশামনি।
খিলগাঁও থানায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মামলাটি করেন তিনি।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জানান, নিলয়ের স্ত্রী আশামনি শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চার জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্য মামলা করেছেন।
প্রসঙ্গত, খিলগাঁও গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় স্ত্রীকে নিয়ে থাকতেন নিলয়। দুপর একটার দিকে চার যুবক বাসাভাড়া নেওয়ার কথা বলে বাসায় প্র্রবেশ করে। স্ত্রী আশামনিকে অস্ত্রের মুখে জিম্মি করে নিলয়কে হত্যা করে। স্ত্রীর সামনেই নিলয়কে দুটো কোপ দেয় দুর্বৃত্তরা। আশামনি চিৎকার করলে তাকে বারান্দায় আটকে রেখে হত্যাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
মন্তব্য চালু নেই