পার্বতীপুরে ডাকাতের ককটেলে ২ এএসআই আহত
দিনাজপুর’র পার্বতীপুরে ডাকাতের ককটেলের আঘাতে পুলিশের দুই এএসআই আহত হয়েছে। এ সময় মালামালসহ পুলিশ আটক করেছে ৩ ডাকাতকে।
শুক্রবার রাত ২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
আটক ডাকাতরা হলেন-রেজাইল করিম (৪৫), ফরহাদ হোসেন (২২), ফরিদুল ইসলাম (২৭)। তারা দিনাজপুরের শহরের রামনগর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, পার্বতীপুর উপজেলার চণ্ডিপুর ইউপির তেলিপাড়া গ্রামের নূর আলমের বাড়িতে শুক্রবার দিবাগত রাত ২টায় এক দল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশের পর বাড়ির সবাইকে জিম্মি করে স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
পুলিশ খবর পেয়ে ডাকাত দলকে তাড়া করলে মন্মতপুর রেল স্টেশনের কাছে পুলিশের নাগালে আসে ডাকাত দল। এ সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাত দল ককটেল ছোড়ে। ডাকাতদের ছোঁড়া ককটেলের আঘাতে পুলিশের দুই এএসআই সাদেক ও মানিক আহত হয়। এ সময় পুলিশ আটক ওই তিনি ডাকাতকে আটক করে।
আহত পুলিশের এএসআই সাদেক ও মানিককে পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত বলে জানান পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন।
মন্তব্য চালু নেই