4K প্লে স্টেশন আনছে সনি

প্লে স্টেশন ফোরের নতুন ভার্সন নিয়ে কাজ শুরু করছে সনি। নতুন ভার্সনের প্লে স্টেশনে গেমসের 4K গ্রাফিক্স আউটপুট দিতে পারবে। সংবাদ মাধ্যম কোটাকু এই তথ্য নিশ্চিত করেছে।

কোটাকু জানায় নতুন ভার্সনের এই প্লে স্টেশন তৈরির জন্য সনিতে বিভিন্ন ডেভেলপাররা কাজ করছে। যাদের সনি নিত্য নতুন পরিকল্পনা দিচ্ছে। তবে ঠিক কবে নাগাদ নতুন ভার্সনের এই প্লে স্টেশন বাজারে আসবে সে সম্পর্কে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আগামী বছরের শুরুতেই এটি বাজারে আসবে।

সনি কোটাকুকে জানিয়েছে, নতুন 4K প্লে স্টেশন পিএস৪ এর পরিবর্তে বিক্রি হবে।

সনির নির্মিত নতুন এই 4K প্লে স্টেশনে জন্য শক্তিশালী গ্রাফিক্স কার্ড সমর্থন করবে। এই প্লে স্টেশনে জিপিইউ আগের ভার্সনের চেয়ে উন্নত সংস্করণের হবে। এতে করে প্লে স্টেশনটি পরিচালনার জন্য অধিক পরিমানে বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হবে।



মন্তব্য চালু নেই