২৬ মার্চ হিরোজ অব ৭১ এর দ্বিতীয় ভার্সন আসছে [ভিডিও]

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে পটভূমি করে দেশের তরুণ প্রোগ্রামাদের নির্মিত গেম ‘হিরোজ অব ৭১। মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি প্রথম মোবাইল গেম এটি। সরকারের আইসিটি বিভাগের পৃষ্ঠপোষকতায় এবারের ২৬ মার্চে এই গেমটির দ্বিতীয় ভার্সন অবমুক্ত করা হবে। এ উপলক্ষে আগামীকাল বুধবার আগারগাঁও এর কম্পিউটার কাউন্সিল সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

হিরোজ অব গেমটি নির্মাণ করেছে বাংলাদেশের ফ্রিল্যান্সার গ্রুপ পোর্টব্লিস। গেমটির প্রথম ভার্সনে তিনটি চরিত্র নিয়ে খেলার সুযোগ আছে।

গেমটি তৈরি করেছেন মাশা মুস্তাকিম, রাকিবুল আলম সুলভ, অপ্রতিম কুমার চক্রবর্তী, আরিফুর রহমান, পাপন জিত দে এবং রিহাব উদ্দীন শাওন। এরা সকলে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই গেমে রয়েছ ১৪টি ধাপ।

গেমটির রিভিউ দেখুন ভিডিওতে:



মন্তব্য চালু নেই