‌’চুমুর মতো চমৎকার জিনিস আর হয় না’

ভারতে ‘কিস অফ লাভ’ আন্দোলনের পরিধি বিস্তার করছে। কোচি থেকে শুরু হওয়া আন্দোলন কলকাতা ঘুরে এবার দিল্লিতে। এ চুমু নিয়ে যেমন বিতর্ক উঠেছে, অন্যদিকে তেমনই দ্রুত দাবানলের মতো ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে।

চলমান ‘কিস অফ লাভ’ আন্দোলন জোয়ারে গা ভাসিয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনও। তিনি এ কিসকে সমর্থন জানিয়ে তার ফেসবুক পেইজে লিখেন, চুমুর মতো চমৎকার জিনিস আর হয় না। দিন-দুপুরে চুমু খাবাে, প্রকাশ্যে খাবো, একশ লোককে দেখিয়ে চুমু খাবো… এ রকম একটি আন্দোলন চলছে এখন ভারতের কেরালা থেকে কলকাতায়।

ছেলেমেয়েদের রাস্তায়, নদীর পাড়ে, পার্কে ঘনিষ্ঠ হয়ে বসতে দেখলেই পুলিশ এসে ঝামেলা করে। প্রেম করা যেন অন্যায়। ভালোবাসা-টালবাসা চলবে না। প্রেম, চুমু, হাত ধরে হাঁটা… এসব নাকি অশ্লীল।

যৌনতা অশ্লীল। ভায়োলেন্স কি অশ্লীল? আমার মনে হয় না কেউ বলবে ভায়োলেন্স অশ্লীল।

রাস্তাঘাটে মানুষকে অসম্মান কর, অকথ্য ভাষায় গালি দাও, যৌন হেনস্থা কর, মারো, গরিব পকেটমারকে সবাই মিলে মারতে মারতে মেরেই ফেলো, কিছুই অশ্লীল নয়।

অশ্লীল সেই দৃশ্য যখন তুমি ভালোবেসে কারো হাত স্পর্শ করবে, ভালোবেসে কারো ঠোঁটে চুমু খাবে।

ভালোবাসা অপরাধ। চারদিকে ঘৃণার জয়জয়কার।



মন্তব্য চালু নেই