৮ পা নিয়ে জন্ম নিল ছাগলছানা
আল্লাহর সৃষ্টির নীলা বোঝা বড় দায়। দুনিয়াতে আল্লাহ পাক কত বিচিত্র ঘটনার মাধ্যমে তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত করেছেন বারবার।
আর এমনই এক অদ্ভুত ঘটনার মাধ্যমে সবাইকে হতবাক হতে হল আবারও।
৮ পা বিশিষ্ট অদ্ভুত প্রকৃতির ছাগলের জন্ম হয়েছে পাবনার চাটমোহর উপজেলার সাইকোলা ইউনিয়নের কাটেংগা গ্রামে। শনিবার বিকেলে ঐ গ্রামের চৈতে মন্ডল নামের এক কৃষকের বাড়িতে এ বাচ্চাটির জন্ম হয়।
আকৃতিতে ছাগলের বাচ্চার ১টি মাথা, ৮টি পা ও ২টি প্রশ্চাতপদ রয়েছে। জন্মের পর পরই ছাগলের বাচ্চাটি মারা যায়।
এমন অদ্ভুত ছাগলের বাচ্চা জন্মানোর খবর এলাকায় ছড়িয়ে পরলে শত শত উৎসুক জনতা চৈতে মন্ডলের বাড়িতে এক নজর দেখার জন্য ভীর জমাতে থাকে। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করে।
মন্তব্য চালু নেই