৭ মামলায় ব্যারিস্টার রফিকুলের আগাম জামিন

রাজধানীর মিরপুর ও পল্লবী থানায় দায়ের করা সাত মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সহযোগিতা করেন ব্যারিস্টার এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান।

প্রসঙ্গত, চলতি বছরে ৫ জানুয়ারির পর বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে রফিকুল ইসলামের বিরুদ্ধে রাজধানীর মিরপুর থানায় পাঁচটি ও পল্লবী থানায় দুটি মামলা দায়ের করা হয়।



মন্তব্য চালু নেই