৭ খুনে ২৭ বছর সাজাপ্রাপ্ত আসামি চাকরিরত ছিলেন ফাঁড়িতে!

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ২৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি পুলিশের সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) গ্রেফতার করেছে পুলিশ। হাবিবুর রহমান হাবিব নামে ওই পুলিশ সদস্যকে শুক্রবার দুপুরে বরিশালের হিজলার নৌ পুলিশ ফাঁড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই ফাঁড়িতে কর্মরত ছিলেন।

বরিশালের পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

হাবিবের বাড়ি শরীয়তপুরের নড়িয়া থানার কাঞ্চনপাড়া গ্রামে।

২০১৪ সালে ৭ খুনের ঘটনার সময় হাবিব র‌্যাব-১১ তে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। র‌্যাব-১১ এর সেসময়কার ক্যাপ্টেন ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত তারেক সাঈদের দেহরক্ষী ছিলেন তিনি।

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি তার সাজা পরোয়ানা নড়িয়া থানার পৌঁছায়।

তবে আলোচিত ৭ খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি কীভাবে পদোন্নতি পেলেন ও এতদিন কাজ করলেন সে প্রশ্নটা রহস্যই থেকে গেছে।



মন্তব্য চালু নেই