৭০০ বছরের পুরোনো মূর্তিতে ট্রাম্পের ছায়া!
৭০০ বছর আগেও নাকি অস্তিত্ব ছিল ডোনাল ট্রাম্পের! সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো হুবহু ১৪ শতকের একটি মূর্তি পাওয়া গেছে। এটির নাম দেয়া হয়েছে-‘ট্রাম্পমূর্তি’, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।
যুক্তরাজ্যের নটিংহ্যামশায়ারের সাউথওয়েল মিনিস্টার গির্জায় ট্রাম্পের ছায়া এই মূর্তিটি দেখা গেছে । ১৪ শতকে তৈরি এ গির্জায় এ ধরনের ২৮০টি মূর্তি তৈরি রয়েছে। গির্জার সেবক নাইজেল কোটস বলেন, ‘মাথাটি আমরা আগেও বহুবার দেখেছি। তবে ডোনাল্ড ট্রাম্পের চুলের সঙ্গে এর এতটা মিল আগে লক্ষ করিনি।’
তিনি বলেন, ‘ট্রাম্পের আকৃতির মূর্তিটি রয়েছে সারির একেবারে নিচের দিকে। ওপরে রয়েছে রাজা, রানি এবং ধনকুবেরদের ছবি। তাদের সঙ্গে ওই মূর্তিটি রাখা হয়নি।’ -এনডিটিভি।
মন্তব্য চালু নেই