৭বাংলাদেশি নারী-শিশুকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফ’র

সাতক্ষীরার কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতে আটক ৭বাংলাদেশি নারী-শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃতরা হলো- যশোর জেলার কেশবপুর উপজেলার পশ্চিম সরুটিয়া গ্রামের ওয়াদুদ সরদারের স্ত্রী পাপিয়া খাতুন (২৮), বাহারুল ইসলামের স্ত্রী সাজেদা খাতুন (৩০), শিশু কন্যা রেক্সোনা খাতুন (৮), খোকনের স্ত্রী রিজিয়া খাতুন (৪০), আবুল হোসেনের স্ত্রী শরিফা খাতুন (৪২), হাজরাকাটি গ্রামের বেলাল হোসেনের স্ত্রী তাহমিনা খাতুন (২৫) ও খুলনার কাটিয়ানংলা গ্রামের ওদুদ হাওলাদারের স্ত্রী বিলকিস বিবি (৩১)। সূত্র জানায়, শনিবার দুপুরের দিকে তারা অবৈধভাবে কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের হাকিমপুর বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে সন্ধ্যার দিকে ভাদিয়ালী সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের কাকডাঙ্গা বিওপির বিজিবির কাছে হস্তান্তর করে হাকিমপুর ক্যাম্পের বিএসএফ। এ ঘটনায় কলারোয়া থানায় পাসপোর্ট আইনে মামলা (নং-১৩) হয়েছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই