৫ মণ বেগুনের দামে ১ কেজি মাংস!

গাইবান্ধার সাদুল্যাপুরে বেগুন চাষিরা পাঁচ মণ বেগুন বিক্রি করে এক কেজি গরুর মাংস ক্রয় করছেন। সম্প্রতি বাজারে দুই টাকা কেজি দরে বেগুন বিক্রি করে চরম হতাশায় ভুগছেন চাষিরা। আর্থিকভাবে লাভের আশায় ধার-দেনা করে বেগুন চাষ করলেও, দরপতন ঘটায় হাজার হাজার টাকা লোকসান গুণতে হচ্ছে কৃষকদের।

শনিবার দুপুরে সাদুল্যাপুর কাঁচামাল আঁড়তে বেগুন বিক্রি করতে আসা কৃষক জহির উদ্দিন জানান, প্রতি বিঘা জমিতে বেগুন চাষাবাদে বীজ, সার, কীটনাশক বাবদ ১০/১২ হাজার টাকা খরচ হয়। গত বছরের তুলনায় এবারে বেগুনের বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত মূল্য না থাকায় চরম লোকসানের শিকার হতে হচ্ছে।

উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের বেগুন চাষি মঞ্জু মিয়া জানান, সাদুল্যাপুর মমিনের আঁড়তে বেগুন বিক্রি করতে এসে ২/৩ ঘন্টা বসে থাকলেও কোনো ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা ক্রেতা সাধারণ আমার বেগুনের দরদাম করতে আসেনি।

ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রামের বেগুন চাষি আজাদুল ইসলাম জানান, সাদুল্যাপুর আঁড়তে দুই টাকা কেজি দরে ৫মণ বেগুন বিক্রি করে এক কেজি গরু মাংস ক্রয় করলাম। বেগুন ক্রেতা সোলায়মান প্রধান জানান, বেগুনের দাম কম হওয়ায় গরুকে খাওয়ানের জন্য এক মণ বেগুন ৮০ টাকায় কিনেছি।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ মো. ফজলে এলাহী জানান, চলতি মৌসুমে উপজেলায় ৭০ হেক্টর জমিতে বেগুন চাষাবাদ হয়েছে। চাহিদার তুলনায় বেগুনের উৎপাদন বেড়ে যাওয়ায় মূল্য হ্রাস পেয়েছে।



মন্তব্য চালু নেই