৫ তারিখে রাজপথে আইসেন, এক্কেবারে দিমু

আগামী ৫ জানুয়ারি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে রাজধানীসহ গোটা দেশ আওয়ামী লীগের দখলে থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
তিনি বলেছেন, ‘বিএনপি অনেক হুমকি-ধামকি দিচ্ছে। আগামী ৫ তারিখে ঢাকার এক ইঞ্চি জায়গাও আওয়ামী লীগ ছাড়া কারো দখলে থাকবে না। ঢাকা থাকবে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগের দখলে। সেদিন ঢাকা হবে শেখ হাসিনার ঢাকা।’
বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ করে মায়া বলেন, ‘৫ তারিখে রাজপথে আইসেন এক্কেবারে দিমু, তখন বুঝবেন রাজপথ কাদের দখলে।’
পাঁচ নয় এক তারিখ থেকেই ঢাকার প্রত্যেক ঘরে ঘরে সতর্ক পাহারা রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন নগর আওয়ামী লীগের এ নেতা।
তিনি আরো বলেন, ‘পাড়া-মহল্লায় খেয়াল রাখবেন। কারণ দুষ্টু খালেদার লোকেরা ঘরে ঘরে লুকিয়ে থাকতে পারে! যুদ্ধাপরাধী-জামায়াতের কর্মীরা দোকানপাট লুটপাট করতে না পারে, বাসে আগুন দিতে না পারে, মানুষের জানমালের ক্ষতি করতে পারে।’
মায়া বলেন, ‘৫ তারিখ গণতন্ত্রের বিজয় দিবস এবং ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের জন্য যখন বাংলার মানুষ প্রস্তুত। তখন কোনো কথা নাই বার্তা নাই। ৫ তারিখে ঢাকায় সমাবেশে করার কথা বললেন মির্জা ফখরুল, কেন আগে দিতে বলতে পারলেন না? পায়ে পারা দিয়ে ঝগড়া করতে চান। এবার কিন্তু পায়ই থাকবে না বললাম। অনেক হুমকি-ধামকি দিয়েছেন, আর নয়।’
মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী স্বপনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথী। এতে আরো বক্তব্য দেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কার্যনিবাহী সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওছার প্রমুখ।



মন্তব্য চালু নেই