৫ কেন্দ্রে কোনো ভোট পাননি ভূমিমন্ত্রীর মেয়ে!

পাবনা জেলা পরিষদ নির্বাচনে পাঁচটি কেন্দ্রে কোনো ভোটই পাননি চেয়ারম্যান পদপ্রার্থী মাহজেবিন শিরিন পিয়া। তিনি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মেয়ে। পিয়া জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

গত ২৮ ডিসেম্বর সারা দেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পাবনা জেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রেজাউল রহিম লাল জয়ী হন। রেজাউলের নিকটতম প্রতিদ্বন্দ্বীও হতে পারেননি পিয়া। ওই জেলায় দ্বিতীয় হয়েছেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন।

মোট ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। বিজয়ী রেজাউল পান ৬৬১ ভোট। কামিল হোসেন পান ৩০৮ ভোট। আর মন্ত্রীকন্যা পিয়া পেয়েছেন ১২৭ ভোট।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ১৫টি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্রে কোনো ভোটই পাননি পিয়া।



মন্তব্য চালু নেই