৫ আগস্ট মিয়ানমার থেকে ফিরছে ১৫৯ বাংলাদেশি
মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া অভিবাসীর মধ্যে শনাক্ত আরো ১৫৯ বাংলাদেশিকে আগামী ৫ আগস্ট ফেরত আনা হবে।
গত বৃহস্পতিবার এদের ফেরত আনার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়েছিল।
কক্সবাজারস্থ বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম জানান, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে বিরূপ আবহাওয়া বিরাজ করায় মিয়ানমার থেকে ১৫৯ জন বাংলাদেশি অভিবাসীকে ফিরিয়ে আনা স্থগিত হয়েছিল। কিন্তু পরবর্তীতে মিয়ানমার ইমিগ্রেশন পুলিশের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে আগামী ৫ আগস্ট তাদের ফেরত আনার সিদ্ধান্ত হয়। ৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় মংডুতে বিজিবি ও মিয়ানমারের বিজিপির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ১৫৯ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হবে।
বিজিবি জানায়, গত ২১ মে প্রথম দফায় মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ জন অভিবাসীর মধ্যে ১৫০ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে ফেরত আনা হয়। এরপর ১৯ জুন দ্বিতীয় দফায় আনা হয় আরও ৩৭ জনকে। এছাড়া গত ২৯ মে মিয়ানমারের নৌ-বাহিনী আরও ৭২৭ জন অভিবাসীকে উদ্ধার করে। এদের মধ্যে গত ২২ জুলাই ১৫৫ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়।
মন্তব্য চালু নেই