দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা

শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে গেল মিরপুর টেস্টের দ্বিতীয় দিন। বারোটা পর্যন্ত বৃষ্টি না থামায়, দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন দুই আম্পায়ার।

সারা রাতের টানা বৃষ্টির পর, সকালেও অঝর ধারায় কাঁদছে আকাশ। আবহাওয়ার পূর্বাভাসেও ‘বড় বিপদে’র সংকেত। এই বৃষ্টি পুরোপুরি কমবে বলে মনে হয় না। সঙ্গত কারণে তৃতীয় দিনের খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

আজ হোটেল থেকে বের হননি দুই দলের ক্রিকেটাররা। আম্পায়াররা মাঠ পরিদর্শনের সুযোগই পাননি।

গতকাল বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ২৪৬ রানে দিন শেষ করে। ডেল স্টেইন চারশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। নাসির অপরাজিত আছেন ১৩ রানে। মোহাম্মদ শহীদ আউট হওয়ার পরই দিনের খেলা শেষ করে দেয়া হয়।

মিরপুরে প্রথম দিন বাংলাদেশের টপ অর্ডারের পাঁচ জন ত্রিশ কিংবা তার বেশি রান করে সাজঘরে ফিরেছেন। এই নিয়ে দশবার বাংলাদেশের টপ অর্ডারে এমন ঘটনা ঘটল। যার মধ্যে পাঁচবার ঘটেছে ২০১৪ সালের পর।



মন্তব্য চালু নেই