৫৩২ বছর বয়সেও সুস্থ-সবল !

ভারতের ছত্তিশগড়ে এক নারীর সন্ধান পাওয়া গেছে, যার বয়স ৫৩২ বছর। কোনো জাদুঘরে বা হাসপাতালে নয়, তিনি সুস্থ সবল আছেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী সি এম রমন সিংয়ের কাছ থেকে বিনা মূল্যের সেলাই মেশিনও গ্রহণ করেছেন।

কেবল ওই নারীই নন, মুখ্যমন্ত্রী সিলাই মেশিন ও সাইকেল সাহায়তা যোজনার সাহায্যপ্রাপ্তদের কারো কারো বয়স ৪০০, ৩০০, ২০০ বছর। বেশি বয়সী এসব লোকের নাম কেন বিশ্বরেকর্ড হিসেবে তালিকাভুক্ত হলো না তা নিয়ে যদি কেউ বিস্মিত থাকেন, তবে করার কিছুই নেই। ভবিষ্যতেও তাদের নাম বিশ্বরেকর্ড হিসেবে অন্তর্ভুক্ত হবে না। কারণ সরকারি সাহায্য তারা পেলেও তারা কোথায় থাকেন, সেই ঠিকানা কোথাও নেই। আছে কেবল বয়স।

৪০ কোটি রুপির ওই প্রকল্পে দুর্নীতি হচ্ছে, এমন অভিযোগের পর তদন্ত করতে গিয়েই দেখা যায়, ৫৩২ বছর বয়স্কা নারীও মুখ্যমন্ত্রীর কাছ থেকে সহায়তা নিয়েছেন। গত বছর রাজ্যবিধান সভার নির্বাচনের আগে দিয়ে এসব সহায়তা দেয়া হয়েছিল। বলা হয়েছে, এই প্রকল্প থেকে সোয়া লাখ নারী উপকৃত হয়েছেন।

রাজ্যের রায়পুরায় যেসব নারী সহায়তা পেয়েছেন, তাদের ৬,১৮৯ জনের বয়স ১১৪ বছর, ছয়জনের বয়স ২০২ বছর, তিনজনের বয়স ২১২ বছর, দুজনের ২৮২ বছর। আর অন্তত ১৪ নারীর সন্ধান পাওয়া গেছে, যাদের বয়স ৩০০ বছরের বেশি। এদের মধ্যে সাতজনের বছয় ৪০০’র বেশি। একজনের বয়স উল্লেখ করা হয়েছে ৫৩২ বছর।

টাইমস অব ইন্ডিয়ার সাথে সাক্ষাতকারে এক কর্মকর্তা বলেছেন, এটা দুর্নীতির সামান্য অংশমাত্র। তবে ডেপুটি শ্রম কমিশনার সবিতা মিশ্র বলেছেন, সফটওয়্যার ত্রুটির কারণে এই ভুল হয়েছে।



মন্তব্য চালু নেই