মামলার চার্জসীট দাখিল

৫মাসেও গ্রেফতার হয়নি গাইবান্ধায় শিশু হত্যার প্রধান আসামি

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার অপহৃত শিশু শুভ হত্যার ৫ মাস পর চার্জসীট দাখিল করেছে পুলিশ। ১০জন আসামিকে অভিযুক্ত করে চার্জসীট দেয়া হয়েছে। ৯জন আসামি জেল হাজতে থাকলেও প্রধান আসামি আব্দুর রাজ্জাক আজও গ্রেফতার হয়নি। উল্লেখ্য, গত বছর ৮ সেপ্টেম্বর পৌরসভার বালাপাড়া গ্রামের আশেক আলী মাস্টারের শিশু পুত্র শুভ মিয়াকে (৪) বাড়ির উঠান থেকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তারা মুক্তিপণ হিসাবে ১৫লক্ষ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে শিশু শুভকে তারা হত্যা করে। শুভ’র পরিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ ৯জন আসামিকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি(তদন্ত) জিল্লত আলী ‘আওয়ার নিউজ’কে জানান, ৯জন আসামি জেল হাজতে। তবে আমরা এখনো প্রধান আসামিকে গ্রেফতার করতে পারিনি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হবো। এলাকাবাসী অবিলম্বে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিজ্ঞ বিচারকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।



মন্তব্য চালু নেই