৪১ বিচারপতিকে হত্যার হুমকি দিয়ে চিঠি?
সুপ্রিম কোর্টের ৪১ বিচারপতিকে হত্যার হুমকি দিয়ে হিযবুত তাহরীর চিঠি পাঠিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শাহবাগ থানার ডিউটি অফিসার মো. সফিক জানান, ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে অজ্ঞাত ঠিকানা থেকে ওই চিঠি পাঠানো হয়। আটক ব্যক্তির নাম আসাদুল্লাহ। সে সংশ্লিষ্ট ক্যুরিয়ার সার্ভিসের কর্মী।
এ বিষয়ে সুপ্রিম কোর্টে রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেন, ‘হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসানের কক্ষের সামনে চিঠি বিলি করার সময় আসাদুল্লাহকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তবে সুপ্রিম কোর্টে অবকাশ চলায় কোন কোন বিচারপতির কক্ষে এই চিঠি বিলি করা হয়েছে, তা জানা যায়নি।’
মন্তব্য চালু নেই