৪০ বছর পর বিদ্যুতায়িত হলো নাগেরগাতি গ্রাম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নাগেরগাতি গ্রাম দীর্ঘ ৪০ বছর পর বিদ্যুতায়নের মাধ্যমে আলোকিত করা হয়েছে বুধবার সন্ধ্যায়।
এ উপলক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য জনাব ছবি বিশ্বাস মহোদয়কে নাগেরগাতি উচ্চ বিদ্যালয় মাঠে এক নাগরিক সবংর্ধনা দেয়া হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এর সভাপতিত্বে সবংর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জনাব এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, আওয়ামীলীগ নেতা আলাউদ্দীন আল আাজাদ, প্রধান শিক্ষক মি. স্বপন সান্যাল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির জি.এম আবু তাহের, এ.জি.এম বিজয় কৃষ্ণ সাহা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার সমবন্টনে বিশ্বাসী, সেই লক্ষ্যে আপনাদের প্রচেষ্টায় আজ আমার প্রিয় গ্রাম নাগেরগাতিকে বিদ্যুতায়িত করতে পেরেছি।



মন্তব্য চালু নেই