৪জুন সাতক্ষীরার কলারোয়া মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ॥ প্রতিদ্বন্দ্বিতা করছে ২টি প্যানেল

জমে উঠেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন। আগামী ৪জুন অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। ১১টি পদের বিপরীতে ২টি প্যানেল থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। জানা গেছে, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এ সংগঠনে দু’টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে বর্তমান কমান্ডার গোলাম মোস্তফা-আবুল হোসেন-সৈয়দ আলী পরিষদ এবং শওকাত আলী-রবিউল ইসলাম-ইবাদুল্যা পরিষদ। ১১টি পদ গুলো হলো- কমান্ডার, ডেপুটি কমান্ডার, সহ.কমান্ডার (তথ্য ও প্রচার), সহ.কমান্ডার (দপ্তর ও পাঠাগার), সহ.কমান্ডার (ত্রাণ ও সমাজ কল্যাণ), সহ.কমান্ডার (ক্রীড়া ও সাংস্কিৃতিক), সহকারী ইউনিট কমান্ডার, অর্থ কমান্ডার ও ৩টি সদস্য পদ। মুক্তিযোদ্ধা সংসদে ১শ’ ৪৩জন সদস্য রয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার কলারোয়া মুক্তিযোদ্ধা সংসদের এবারের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সকলের মনোনয়নপত্র বৈধ থাকায় আগামী ৪ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই