৩৪ ও ৩৫তম বিসিএসে শূন্যপদে কোটা শিথিল

৩৪তম ও ৩৫তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে শূন্যপদে কোটা শিথিলের প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে মুক্তিযোদ্ধা, নারী কিংবা নৃতাত্ত্বিক কোটায় কাউকে না পাওয়া গেলে মেধাতালিকা থেকে শূন্য পদ পূরণ করা হবে।

সোমবার (১১ জানুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

শফিউল আলম বলেন, ‘মুক্তিযোদ্ধা, মহিলা, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীসহ বিভিন্ন সংরক্ষিত কোটায় কারিগরি ও পেশাগত পদ পূরণ হচ্ছে না। তাই ওই পদগুলো পূরণের জন্য মেধাভিত্তিক নিয়োগ দেয়ার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।’

তিনি জানান, ৩৪তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে ৬৭২টি শূন্যপদ রয়েছে। এই পদগুলো ৩৫তম বিসিএসের মেধা তালিকা থেকে অগ্রাধিকারের ভিত্তিতে পূরণ করা হবে।

অন্যদিকে লিখিত পরীক্ষা হয়ে যাওয়া ৩৫তম বিসিএসে মোট এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দেওয়া হবে।

শফিউল আলম জানান, বিভিন্ন কোটার বিপরীতে যোগ্য লোক পাওয়া যাচ্ছে না বলে পদ শূন্য থেকে যাচ্ছে। এর ফলে সঙ্কট তৈরি হয়েছে। এসব পদ পূরণে মন্ত্রিসভা থেকে অনুমোদন নেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই